প্রফেসর রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামে এক সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জনাব আলহাজ্ব নজির আহমদ ও মাতার নাম মিসেস মোহছেনা খাতুন । তিনি ১৫শ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯৫ সালে এম.সি কলেজে, সিলেটে প্রভাষক হিসেবে শিক্ষা ক্যাডারে যোগদান করেন । কর্মজীবনে তিনি চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম, কক্সবাজার সরকারি কলেজ, চট্টগ্রাম কলেজে কর্মরত ছিলেন । তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন । চেয়ারম্যান হিসেবে পদায়নের পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি একজন লেখক, গবেষক ও কবি ।