For any kind of Support , Please contact on ...
http://support.copotronic.com/
Email: [email protected]
Phone: +880183-7685936
প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী ১৯৬৩ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার আনোয়ারা গ্রামে জন্ম গ্রহন করেন।বাবা হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী,মাতা শ্রী নির্মলা চক্রবর্ত্তী। ১৯৭৭ সালে আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম থেকে এইচ.এস.সি পাশ করেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রসায়ন বিভাগ হতে ১৯৮৪ সালে স্নাতক ও স্নাতকত্তোর সম্পন্ন করেন । ১৯৮৮ সালে ৭ম বিসিএসের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। কুমিল্লা সরকারি মহিলা কলেজ,রাঙামাটি সরকারি কলেজ,সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম , বরিশাল বিএম কলেজ,সাতকানিয়া সরকারি কলেজ,সন্দ্বীপ হাজী এবি কলেজ ও চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন। ২০১৫ সালে উপাধ্যক্ষ পদে যোগ দেন চট্টগ্রাম কলেজে। ২০১৮ সালে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হন। ২৯ জানুয়ারী ২০২০ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান পদে যোগদান করেন।
পরীক্ষা নিয়ন্ত্রকঃ ০৩১- ২৫৫৩১৪৫
তথ্য : ০৩১-২৫৫৭৫৫০ থেকে ২৫৫৭৫৫৪ PABX
ইমেইল [email protected]